কক্সবাজারে নারীদের ওপর হামলাকারী ফারুকুলকে আটক করেছে ডিবি

এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ ফারুকুল ইসলাম। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকত ও লাল দীঘি এলাকায় গত ১১ সেপ্টেম্বর রাতে নারীদের ওপর হামলার নেতৃত্বদানকারী মোহাম্মদ ফারুকুল ইসলামকে গতরাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য ফারুকুলকে রুমালিয়ার চর এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।'

এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কক্সবাজারে সম্প্রতি একদল পুরুষের হাতে বেশ কয়েকজন নারী হয়রানি ও লাঞ্ছিত হয়েছেন, এসব ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ডেইলি স্টার অন্তত সাতটি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে যে, ফারুকুলের নেতৃত্বে একটি দল গত ১১ সেপ্টেম্বর রাতে কক্সবাজার সমুদ্র সৈকত ও লাল দীঘি এলাকায় নারীদের ওপর হামলা চালায়।

এএফপি ফ্যাক্ট চেক-এর বাংলাদেশ সম্পাদক কদরুদ্দীন শিশিরও ওইসব হামলার ভিডিও বিশ্লেষণ করে ফারুকুলের পরিচয়ের সত্যতা যাচাই করেছেন।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago