জুবায়ের হত্যা মামলায় আনিসুল, সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হলো

আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন

গত ৫ আগস্ট হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদের মৃত্যুর ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার খান রাসেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

তারা দুজনই জুবায়ের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

১২ সেপ্টেম্বর নিহতের বাবা কামাল উদ্দিন বাদী হয়ে খিলগাঁও থানায় মামুন, আনিসুলসহ অন্যদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে আল-জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন জুবায়ের, যেখানে তাকে গুলি করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরায় হাফেজ মাওলানা সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আরেকটি মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুলকে এবং ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago