লক্ষ্মীপুরের সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

এম এ আউয়াল ও অপর আরেকজনকে কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি প্রতারণা মামলায় আজ বুধবার রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এ আউয়াল বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি তরিকত ফেডারেশনের হয়ে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

ওসি জানান, রাজীব কায়সার নামে একজন আউয়ালের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন।

তার সঙ্গে মামলার এজাহারনামীয় আসামি নবকুমারকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments