লালমনিরহাট

মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা কারাগারে

অভিযুক্ত মছির উদ্দিন দুলাল হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।
মছির উদ্দিন দুলাল। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ককে মছির উদ্দিন দুলালকে মাদকসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মছির লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাদকদ্রব্যসহ গ্রেপ্তার মছির উদ্দিন দুলালকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

ওসি জানান, দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে র‌্যাব।

পুলিশ জানায়, র‌্যাবের একটি দল বালাপাড়া সুফিয়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও প্রায় সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুলালকে আটক করে। এরপর তাকে কাউনিয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমি বিষয়টি লোকমুখে শুনেছি। খবর নিয়ে সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago