উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

Dhaka Medical College Hospital (DMCH)
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে হাউজবিল্ডিং এলাকায় ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় এক রিকশাচালক ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান। ওই যুবকের নাম সোহান (২৭)।

সোহানকে হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক মো. রাকিব জানান, ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় তুলে দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তিনি তাকে দ্রুত উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।

তিনি আরও জানান, আহত অবস্থায় ওই যুবক তার নাম জানান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে যায়। এর বাইরে তিনি আর কিছুই বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশাচালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনেন। ওই রিকশাচালক জানান, উত্তরায় ওই যুবককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago