রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে

আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত
আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়েরকৃত পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির ছয় কর্মকর্তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন, পল্লী বিদ্যুৎ সমিতি মুন্সীগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক রাজন কুমার দাস, ব্রাক্ষ্মবাড়িয়ার নবীনগর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপমহাব্যবস্থাপক দীপক কুমার সিংহ, মাগুরার শ্রীপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রাহাত, নেত্রকোণার সহকারী মহাব্যবস্থাপক মনির হোসেন ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপমহাব্যবস্থাপক বেলাল হোসেন।

এদের মধ্যে বেলাল হোসেন একটি মামলার আসামি। বাকি পাঁচজন আরেকটি মামলার আসামি।

রাষ্ট্রদ্রোহের পাশাপাশি বাদী তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের (সিএসএ) আটটি অভিযোগ এনেছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী শুক্রবার তাদের জামিন আবেদন খারিজ করে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান দেওয়ান আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। আদালত কর্মরত পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছে।

বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগ এনে ১৫ কর্মকর্তার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) আরশাদ হোসেন পৃথক দুটি মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনের অভিযোগ আনা হয়েছে।

একটি মামলায় ১০ জন এবং অন্য একটি মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago