বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যরিবোধী ছাত্র আন্দোলনের সময় সংঘঠিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বিচারের মুখোমুখি হতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানান আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমি আশা করি তিনি (শেখ হাসিনা) বিচার প্রক্রিয়ার ওপর আস্থা রাখবেন। যদি তিনি এটা করেন তাহলে সেটা তার জন্য ভালো হবে।'

ইন্টারপোলের সহযোগিতায় ও ভারত-বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান।

গত ৫ আগস্টের পর থেকে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago