সাবেক এমপি একরামুল ২ দিনের রিমান্ডে
ট্রাকশ্রমিক মো. খোকন (১৭) হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা একরামুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নোয়াখালীতে ২০১৩ সালে ট্রাকশ্রমিক খোকন নিহতের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর একরামুলকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।
নিহত খোকনের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ মামলা করেন।
সুধারাম থানা পুলিশ জানায়, একরামুলের বিরুদ্ধে সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
গত ১ অক্টোবর চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকার বাড়ি থেকে একরামকে গ্রেপ্তার করে র্যাব-৭। ওই সময় তার বাসা থেকে দেশি-বিদেশি অর্থ উদ্ধার হয়।
Comments