হত্যা মামলায় ইয়ার্ন মার্চেন্ট সভাপতি লিটন সাহা গ্রেপ্তার

লিটন সাহা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোররাত ৩টার দিকে ঢাকার বেইলি রোড থেকে সুতা ব্যবসায়ীদের সংগঠনের এই নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

মেহেদী বলেন, 'নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাকে (লিটন সাহা) গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে৷ ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷'

লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলি ও ধর্মীয় গ্রন্থ ছুঁইয়ে শপথ করিয়ে তিনি সমালোচিত হন।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

56m ago