হত্যাচেষ্টা মামলায় শমী কায়সার ৩ দিনের রিমান্ডে

শমী কায়সার। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

গতরাতে শমী কায়সারকে গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আদালত সূত্র জানায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে উত্তরায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে আদালতে হাজির করেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে শমী কায়সার সরাসরি জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানচাল করতে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থায়ন করেছিলেন। টাকার উৎস খুঁজে বের করতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

নিজেকে নির্দোষ দাবি করে শমী কায়সার আদালতে বলেন, 'আমি ইন্টারনেট চালু করার কথা বলেছিলাম। ঘটনার সময় আমি বনানীতে ছিলাম। আমি ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছি। তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

শমী কায়সারকে হয়রানি করতে মামলায় জড়ানো হচ্ছে উল্লেখ করে রিমান্ড প্রার্থনা বাতিলসহ জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবী।

শুনানি শেষে বিচারক তাকে রিমান্ডে পাঠান।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই ইশতিয়াক আজমপুর হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। সেখানে তিনি গুলিবিদ্ধ হন।

তিনি নিজেই গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

Comments

The Daily Star  | English

Media freedom may turn into empty promise: TIB

The graft watchdog voices serious concerns over the state of press freedom in the country

37m ago