চট্টগ্রামে আবাসিক হোটেলে নারীকে হত্যা: গ্রেপ্তার আসামি কারাগারে
চট্টগ্রামে মহানগরের বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেলে এক নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে আসামি ফরহাদ হোসেন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এরপর আদালত তাকে হাজতে পাঠিয়েছেন।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ১৯ অক্টোবর স্বামী-স্ত্রী পরিচয়ে বহদ্দারহাট এলাকার গুলজার হোটেলে উঠেছিলেন ফরহাদ হোসেন ও বিবি কুলসুম। তারা একদিনের জন্য একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরদিন রুমের ভেতরে বাথরুমে কুলসুমের মরদেহ পাওয়া যায়। সে সময় তার হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো ছিল।'
হত্যাকাণ্ডের পরে কুলসুমের বাবা মামলা দায়ের করেন জানিয়ে খালেদ বলেন, 'ঘটনাস্থলে থেকে আঙুলের ছাপ সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ দেখে ফরহাদকে চিহ্নিত করা হয়। এরপর পুলিশ অভিযান শুরু করে। গ্রেপ্তার আগে ফরহাদ একাধিক স্থানে আত্মগোপনে ছিলেন।'
Comments