সাভারে যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে শাহীন মিয়া (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় (এমপি বাড়ির গলি) এই হত্যাকাণ্ড হয়।

শাহীন ওই এলাকার একটি গ্যারেজে (যানবাহন মেরামত কারখানা) রঙ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

স্থানীয় একাধিক দোকানি নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে  জানান, তারা পরপর দুটি গুলির শব্দ শুনতে পান। এরপর সড়কে এসে দেখেন শাহীন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তার মাথায় গুলি লেগেছে।

শাহীনকে কে বা কারা গুলি করেছে, তা দেখতে পাননি তারা।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া ডেইলি স্টারকে বলেন, 'গুলি করে একজনকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Admin officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago