হত্যা মামলায় হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

সোলাইমান সেলিম। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চুড়িহাট্টায় রাকিব হাওলাদার (১৬) নামে এক কিশোর হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনায়েদ এ আদেশ দেন।

২৩ সেপ্টেম্বর নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

গতকাল বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১ সেপ্টেম্বর সোলাইমান সেলিমের বাবা হাজী সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Comments

The Daily Star  | English

Rizvi voices concern over corruption allegations against advisers

He said the students should have exercised greater caution upon becoming part of the government and holding power

13m ago