সাফারি পার্ক থেকে চুরি হওয়া ১ ম্যাকাও উদ্ধার, চোর অধরা 

সাফারি পার্কে ম্যাকাওয়ের সুপরিসর খাঁচা। ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে গাজীপুরের সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি গ্রিন উইং ম্যাকাও পাখির একটিকে উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার শ্রীপুরে সাফারি পার্কের পাশের এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাফারি পার্ক কর্তৃপক্ষ ও পুলিশের কাছ থেকে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পার্কের ম্যাকাও পাখি রাখার কক্ষের নেট কেটে পাখি দুটি চুরি হয়। পরদিন সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কীভাবে ও কার কাছ থেকে পাখিটি উদ্ধার করা হয়েছে জানতে চাইলে ওসি জয়নাল আবেদীন বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। যার কাছ থেকে পাখিটি উদ্ধার করা হয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরকে ধরার ও অন্য পাখিটি উদ্ধারের চেষ্টা চলছে।

Comments