২১ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, শেখ হাসিনার ৮ প্রকল্পের তথ্য চায় দুদক

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
শেখ হাসিনা। ফাইল ছবি

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ৮ প্রকল্পের ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ মঙ্গলবার হাসিনা সরকারের নেওয়া ওই ৮ প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছে দুদক।

দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের ৮ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া গেছে। প্রকল্পগুলো হলো—মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয় প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প-২, মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে পানি শোধনাগার ও গভীর নলকূপ, মিরসরাইয়ে একটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে উন্নয়ন প্রকল্প এবং একই এলাকায় দুটি আধুনিক ফায়ার স্টেশন প্রকল্প।

দুদক উপপরিচালক আখতারুল জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেওয়া চিঠিতে এসব প্রকল্পের প্রকল্প প্রস্তাব, অনুমোদিত প্রস্তাব, বাজেট অনুমোদন, বরাদ্দকৃত বাজেট, তহবিল বিতরণের বিবরণ, ব্যয়ের বিবরণ, সেইসঙ্গে প্রকল্পগুলোর সবশেষ অবস্থাসহ প্রাসঙ্গিক সব নথি চেয়ে অনুরোধ জানিয়েছে দুদক। 

এই প্রকল্পগুলোর ওপর যদি কোনো তদন্ত প্রতিবেদন থাকে, তবে সেগুলির অনুলিপি এবং প্রকল্পের সময়সীমার একটি পৃথক সারসংক্ষেপও চাওয়া হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গত ১৭ ডিসেম্বর বিগত শাসনামলের নয়টি অগ্রাধিকার প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক।

এদিকে, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং সিনিয়র সচিব মহিবুল হকসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের একটি সূত্র মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

 

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

8h ago