অভিযোগ পেলে বৈষম্যবিরোধী নেতাদের সম্পদের তদন্তে বাধা নেই: দুদক

দুর্নীতি দমন কমিশন কার্যালয়। ছবি: সংগৃহীত

সুনির্দিষ্ট তথ্য পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে দুদক।

আজ সোমবার বিকেলে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাসহ ৫ জনকে শনিবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যমে তাদের কয়েকজনের সম্পদ ও জীবনযাত্রার তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে তাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠছে।

এসব ক্ষেত্রে মামলার এখতিয়ার দুদকের আছে কিনা জানতে চাইলে মহাপরিচালক বলেন, 'চাঁদাবাজির অভিযোগ দুদকের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে, যদি কেউ জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন করে থাকে, তবে তা আমাদের আইনি পরিধির মধ্যে পড়ে।'

'যদি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে, তাহলে তদন্ত শুরু করতে আমাদের কোনো বাধা নেই,' বলেন আখতার হোসেন।

শনিবার রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, একই কমিটির সদস্য সাকদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদ।

Comments