শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি তেল সংগ্রহ, কুতুবদিয়ায় বিদেশি জাহাজ আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বহির্নোঙ্গরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ 'এমটি ডলফিন-১৯' আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘটনাটি ঘটেছে গত শনিবার।

'কোস্ট গার্ড নিয়মিত টহলের সময় দেখে বাংলাদেশি অয়েল ট্যাংকার ওটি ইউনিয়ন থেকে বিদেশি জাহাজ এমটি ডলফিন-১৯ জ্বালানি তেল সংগ্রহ করছে। জাহাজের সংশ্লিষ্টরা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি,' বলেন সিয়াম।

তিনি আরও বলেন, 'বিদেশি জাহাজটির মোংলা বন্দরে যাওয়ার কথা থাকলেও গত শনিবার সকাল ৭টায় কুতুবদিয়া বহির্নোঙ্গরে অবস্থান করে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে।'

'কোস্ট গার্ড সদস্যরা জাহাজটি আটক করে চট্টগ্রাম বহির্নোঙ্গরে নিয়ে যান। ওটি ইউনিয়নের ক্রুসহ নয়জন বর্তমানে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে রয়েছে,' বলেন তিনি।

সিয়াম জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে মেরিন কোর্টে উভয় জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

4h ago