মোহাম্মদপুরে লাথি মেরে মেরে বিড়াল হত্যা, যুবকের বিরুদ্ধে মামলা

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় লাথি মেরে মেরে বিড়াল হত্যার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে মামলাটি দায়ের করেন।

আকবর হোসেন শিবলু নামে এক যুবককে মামলায় আসামি করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।

অভিযোগে নাফিসা বলেন, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মাসুর তাদের জানান, গত ১ ফেব্রুয়ারি তার পোষা বিড়ালটি নিখোঁজ হয়।

পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায়, শিবলু বিড়ালটিকে লাথি মেরে মেরে হত্যা করেছে।

প্রাণিকল্যাণ আইনে (২০১৯) মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে এক ব্যক্তির বিরুদ্ধে রামপুরার বাগিচারটেক এলাকায় দুটি কুকুর ও ১৪টি কুকুরছানাকে জীবন্ত কবর দেওয়ার অপরাধ প্রমাণিত হয়। পরের বছরের ১০ মে ঢাকার আরেকটি আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago