লাথি মেরে বিড়াল হত্যা: মোহাম্মদপুরের সেই যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় লাথি মেরে বিড়াল হত্যার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।

মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মুক্তিযোদ্ধা টাওয়ারে গত ১ ফেব্রুয়ারি বিড়ালটিকে হত্যা করা হয়।

এ ঘটনায় প্রাণী কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ৫ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে মামলা করেন।

মামলায় মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুকে আসামি করা হয়।

অভিযোগে নাফিসা বলেন, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মাসুর তাদের জানান, গত ১ ফেব্রুয়ারি তার পোষা বিড়ালটি নিখোঁজ হয়।

পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায়, শিবলু বিড়ালটিকে লাথি মেরে মেরে হত্যা করেছে।

সেদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।

মোহাম্মদপুর থানা পুলিশ মামলার তদন্ত শেষে জানিয়েছে, আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। 

আজ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।

এর আগে ২০১৭ সালে এক ব্যক্তির বিরুদ্ধে রামপুরার বাগিচারটেক এলাকায় দুটি কুকুর ও ১৪টি কুকুরছানাকে জীবন্ত কবর দেওয়ার অপরাধ প্রমাণিত হয়। পরের বছরের ১০ মে ঢাকার আরেকটি আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago