জব্দ হচ্ছে দীপু মনির ১৬ ব্যাংক হিসাব

এসএসসি, কোচিং সেন্টার, দীপু মনি,
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত পাঁচ কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের মামলায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব জব্দের অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দেন।

আবেদনপত্রে এই দুদক কর্মকর্তা বলেন, দীপু মনির নামে থাকা ২৮টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে দুদক।

দীপু মনির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত পাঁচ কোটি ৯২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।

'দীপু মনি তার অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, বন্ধক বা নিষ্পত্তির চেষ্টা করছেন। সুতরাং এটি বন্ধে আদেশ প্রয়োজন,' দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুই সপ্তাহ পর গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English

Magura child rape case trial begins; four indicted

The court has set April 27 for the next date of hearing in the case

36m ago