চাঁদপুরে দীপু মনিসহ দেড় হাজার আ. লীগ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

দীপু মনি। ছবি: সংগৃহীত

চাঁদপুরে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি-অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফরিদ আহমেদ মানিকের ওই ভবনের ম্যানেজার মো. সেলিম মিয়া চাঁদপুর মডেল থানায় এ মামলা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় দীপু মনি ছাড়াও তার বড়ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপুসহ ৫১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যান্য আসামিদের মধ্যে আছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর সুমন প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা ভবনে হামলা চালায়, মালামাল লুটপাট, ভাঙচুর করে ও ভবনে অগ্নিসংযোগ করে এবং তার দলীয় অফিসেও ভাংচুর করে। 

সে সময় জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছিলেন। 

জানতে চাইলে শেখ ফরিদ আহমেদ মানিক ডেইলি স্টারকে বলেন, 'আমি কখনও কারও সঙ্গে অমানবিক আচরণ করিনি। অথচ রাজনীতির কারণে প্রতিহিংসাবশত আমার বাড়ির ওপর একের পর এক হামলা-ভাঙচুর, অগ্নিকাণ্ডসহ নাশকতার ঘটনা দেখতে হলো।'

এদিকে মামলার বিবাদীদের সবাই আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ওসি শেখ মুহাম্মদ মুহসীন আলম ডেইলি স্টারকে বলেন, 'আমরা অভিযোগ পেয়ে যাচাই করে মামলা রুজু করেছি।'

Comments

The Daily Star  | English

Tribunal-2 to be formed to expedite trials: ICT Adviser

Alam did not elaborate on the specific legal amendments or timeline for the formation of the new tribunal

52m ago