গাজীপুরে রিসোর্ট থেকে উদ্ধার চিতাবিড়াল-হরিণ-বানর সাফারি পার্কে

উদ্ধারকৃত চিতাবিড়াল। ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার 'আদুরীকুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে' অভিযান চালিয়ে চিতাবিড়াল, বানর ও আটটি চিত্রা হরিণ জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

একই সময় স্থানীয় এক বিক্রেতার কাছ থেকে দুটি হনুমান এবং আরেকটি দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘু উদ্ধার করা হয়েছে।

প্রাণীগুলোকে উদ্ধারের পর গাজীপুর সাফারি পার্কে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান পার্কের কর্মকর্তা  মো. রফিকুল ইসলাম।

রফিকুল বলেন, সোমবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় এ অভিযান চালানো হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, আদুরীকুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ ও প্রদর্শন করার খবর পেয়ে অভিযানটি চালানো হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ রাখতে অধিদপ্তর কঠোর নজরদারি চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago