‘এই পুলিশের জন্য কী না করেছি’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে আজ সোমবার আদালতে তোলার পর কেউ কেউ তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তখন পুলিশ বাধা দিয়ে আদালতের অনুমতি চাইতে বলে। তখন শহীদুল হক সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, 'এই পুলিশের জন্য কি না করেছি।'

এর কিছুক্ষণ পর তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলতে গেলে, তাতেও বাধা দেয় পুলিশ। তখন শহীদুল হক আবার বলতে শুরু করেন, 'পুলিশের জন্য কী না করেছি। ওপেন কোর্টে কোনো কথা বলতে পারছি না।'

আজ সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য শহীদুল হকসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়।

অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাদের আবার কারাগারে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Bengal Group Chairman Morshed Alam arrested

Detective Branch of police arrested Bengal Group Chairman Morshed Alam in the capital last night.

3h ago