সাবেক আইজিপি শহীদুলের অবৈধ সম্পদের নথি জব্দ

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে দুদক জানতে পারে, শহীদুল হক গোপনে তার অবৈধ সম্পদের গুরুত্বপূর্ণ নথি স্বজনদের কাছে সরিয়ে দিয়েছেন।

আজ বুধবার দুদকের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কাগজপত্র দুটি বড় বস্তায় ভরে তার এক আত্মীয়ের কাছে পাঠানো হয়, যিনি পরে সেগুলো অন্য এক আত্মীয়ের বাড়িতে পাঠান। গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যায়, এসব নথিতে অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের প্রমাণ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্যের একটি দল গত ১৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালায়। অভিযানে দুটি বস্তা থেকে ৩৮টি বিভিন্ন ধরনের নথি সম্বলিত মোট ৪৮টি আলামত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কাগজপত্রের মধ্যে আছে—সম্পত্তির দলিল, গোপনীয় চুক্তিপত্র, চুক্তির নথি, পাওয়ার অব অ্যাটর্নি কাগজপত্র, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, বন্ড, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর), অফার লেটার ও ব্যাংক হিসাব স্টেটমেন্ট।

পরে তৃতীয় পক্ষের উপস্থিতিতে দুদক কর্মকর্তারা রাত সাড়ে ১২টার দিকে এসব নথি জব্দ করেন।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জব্দ করা কাগজপত্র তদন্তে উল্লেখযোগ্য সহায়তা করবে এবং এগুলোর ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Soybean oil price hike temporary: commerce adviser

Improved supply and increased competition will help bring down prices soon, he says

1h ago