নাসা গ্রুপের নজরুলের ঢাকা-পূর্বাচলের ৬ বাড়ি ও ৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ

শেখ হাসিনা, নজরুল ইসলাম মজুমদার, নাসা গ্রুপ, এক্সিম ব্যাংক, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক, গণঅভ্যুত্থান,
নজরুল ইসলাম মজুমদার । ফাইল ফটো

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে ঢাকা ও পূর্বাচলে ছয়টি বাড়ি ও আটটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া, তার নামে ৫৫টি কোম্পানির ৫৬ কোটি ৬ লাখ শেয়ারও বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

৭৮১ কোটি ৩১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ তার বাড়ি, ফ্ল্যাট ও শেয়ার জব্দের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, নাসা গ্রুপের প্রতিষ্ঠাতা নজরুল যেকোনো সময় সম্পত্তি হস্তান্তর করে ফেলতে পারেন। এটা ঠেকাতে আদালতের আদেশ প্রয়োজন।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি দুদক নজরুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।

৪ ফেব্রুয়ারি একই আদালত এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী, মেয়ে, ছেলে ও তাদের কোম্পানির নামে ৫২টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়।

নজরুল ইসলামকে গত বছরের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ইমন হোসেন গাজীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

Comments