সাত মাসে ১২ কর্মকর্তা চাকরিচ্যুত, ৮৪ জন সাময়িক বহিষ্কার: কারা অধিদপ্তর

সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ছবি: দীপন নন্দী/স্টার

গত সাত মাসে শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগসহ বিভিন্ন কারণে কারা অধিদপ্তর ১২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি ছয়জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এছাড়া ৮৪ জনকে সাময়িক বহিষ্কার এবং ২৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, বিভিন্ন অনিয়ম, আর্থিক দুর্নীতি ও বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মোতাহের হোসেন। তিনি বলেন, 'আইন লঙ্ঘনকারীদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর জবাবদিহি নিশ্চিত করছি।'

কারা মহাপরিদর্শক আরও জানান, এ সময়ের মধ্যে ২৯ জনকে কারণ দর্শানোর নোটিশ ও ২১ জনকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৩৯ জনকে তাৎক্ষণিক বদলি এবং প্রশাসনিক কারণে ১০২ জনকে নিজ নিজ বিভাগের বাইরে পুনর্বহাল করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

4h ago