দুর্নীতি মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিম উল্লাহ কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের এক কর্মকর্তা জানান, দুদক কলিম উল্লাহকে কারাগারে আটকে রাখার আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করার পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
এর আগে, আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
পরে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।
উন্নয়ন প্রকল্পের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৮ জুন কলিম উল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
Comments