পুলিশ হেফাজতে লালমাটিয়ার রিংকু

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করায় দুই তরুণীকে হয়রানিতে অভিযুক্ত রিংকুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান আজ সোমবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত রাতে লালমাটিয়া এলাকা থেকে রিংকুকে হেফাজতে নেওয়া হয়েছে।'
জানা গেছে, গত ১ মার্চ লালমাটিয়ায় একটি চায়ের দোকানে ধূমপানরত দুই তরুণীকে উত্যক্ত করেন রিংকু। পরে বিষয়টি বাগবিতণ্ডার দিকে গেলে সেখানে লোকজন জড়ো হয়। সে সময় রিংকু ওই দুই তরুণীকে শারীরিকভাবে হয়রানির চেষ্টা করে।
আজ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুকে এক পোস্টে জানান, 'লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।'
তবে পুলিশ জানিয়েছে, রিংকুকে গ্রেপ্তার করা হয়নি, বরং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, 'রিংকুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
Comments