পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২০

আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাউফল পৌর শহরের বাংলাবাজার চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান, বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াস ও ছাত্রদল কর্মী  কাওসারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

স্থানীয়রা জানান, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ২০-২৫ জন বাংলাবাজার এলাকার চৌমাথায় বিএনপির সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের জনসভার পোস্টার লাগাচ্ছিলেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ কে এম ফারুক আহমেদ তালুকদার গ্রুপের নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ও তার ছেলে একই ইউনিয়নের যুবদলকর্মী সাইফুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জন লোহার পাইপ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন।

এ ঘটনার প্রতিবাদে সহিদুল আলম তালুকদারের কয়েকশ কর্মী-সমর্থক তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান বলেন, 'ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্ব ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার সময় আমার তিন ছেলে সাইফুল, রনি ও সাকিবকে মারধর করা হয়। এসময় হুড়োহুড়ি শুরু হলে তারা মোটরসাইকেল থেকে পরে আহত হতে পারেন।'

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, 'ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করেননি।'

 

Comments

The Daily Star  | English

Will resign if any pressure from govt regarding polls: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

11m ago