কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি, চালককে কুপিয়ে জখম

কুষ্টিয়ার মিরপুরে ঢাকা থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স বাসে ডাকাতি হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাসের যাত্রীদের মারধর ও চালককে কুপিয়ে জখম করেছে ডাকাত দল।
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাসের চালক আমজাদ হোসেন বলেন, রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া কাউন্টারে যাত্রী নামিয়ে সেহেরি শেষে পাঁচ যাত্রীকে নিয়ে মেহেরপুর যাচ্ছিলাম। বাসে আমাদের চারজন স্টাফ ছিলেন। ভোর ৪টার দিকে ভাঙা বটতৈল পৌঁছে দেখি একটি ট্রাক রাস্তায় আড়াআড়ি রাখা। এ দেখেই মনের কাছে সন্দেহ হলো ডাকাত হতে পারে। যাত্রীদের সাবধান হতে বলি। পরে গাড়ির ব্রেক কষে পেছনে নেওয়ার চেষ্টা করে দেখি, সেখানেও আরেকটি দল। তারা উঠেই মারধর শুরু করে।

আমজাদ জানান, সেখানে তাদের বাস ছাড়াও দুটি ট্রাক ও ৫-৭টি নসিমনকে দাঁড় করিয়ে রেখেছিল ডাকাত দল। তিনি বলেন, সবাইকে মারধর করলেও আমি গাড়ি পেছনে দেওয়ার চেষ্টা করায় আমাকে জানালা দিয়ে কোপ মারে।
বাসের সুপারভাইজার মাসুদ বলেন, ডাকাতদল বাসের সামনের দিকে দুইপাশেই গ্লাস ভাঙচুর করে।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ডাকাতরা চালক ও সুপারভাইজারের কাছ থেকে ৬ হাজার নগদ টাকা নিয়েছে বলে জেনেছি। বিস্তারিত তদন্ত করে জানাতে পারব।
Comments