ভৈরবে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ছয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, ঈদুল ফিতরের রাতে শিশুটি বাড়ির সামনের সড়কে হাঁটাহাঁটি করছিল। তখন দুই কিশোর তাকে একটি মসজিদের শৌচাগারে নিয়ে হাত–পা, চোখ–মুখ বেঁধে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে মা–বাবা বিষয়টি বুঝতে পারেন।
পরদিন মঙ্গলবার শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার সাংবাদিকদের বলেন, 'প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে।'
এ ঘটনায় বুধবার দুপুরে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির বাবা বলেন, অভিযুক্ত দুজনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিচার চেয়েছেন। কিন্তু কেউ সাড়া দেয়নি। উল্টো নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মামলা করায় এখন কেউ কেউ হুমকি দিচ্ছে। আবার কেউ কেউ সালিসের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দিয়েছেন।
অভিযুক্ত এক কিশোরের বাবার দাবি, বিশেষ কোনো কারণে তার ছেলেকে অপবাদ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, শিশুটির পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments