কুষ্টিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১, বাড়িতে ভাঙচুর

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করেছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত মঙ্গলবার ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন আফজাল আলী। পরে শিশুটির পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে খোকসা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
ভুক্তভোগী শিশুটি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, 'শিশুটি শঙ্কামুক্ত, তবে শারীরিকভাবে বেশ অসুস্থ। তার সুচিকিৎসা ও দ্রুতই সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।'
ওসি আরও জানান, বুধবার রাত ১টার দিকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আফজালকে খোকসা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments