ঠাকুরগাঁওয়ে সীমান্তের ওপারে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপার থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দিবাগত রাতে ৫০ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন—উপজেলার মশালডাঙ্গী কলোনি গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. আব্দুল হামিদ (৩৮) এবং একই উপজেলার খেরবাড়ী গ্রামের তসলিমের ছেলে মো. ইব্রাহিম (৪৫)।
তানজির আহমেদ বলেন, 'বৃহস্পতিবার সকালে তিনগাঁও ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা সীমান্তের ৩৭৬/৪-এস নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করেন। অনুপ্রবেশের অপরাধে তাদের আটক করা হয়। ৩৭৬/৪-এস নম্বর পিলারটি ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০০ গজ ভেতরে।'
'ঘটনার পরপরই পতাকা বৈঠকের অনুরোধ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে,' যোগ করেন তিনি।
Comments