লালমনিরহাটে হেরোইনসহ ইউনিয়ন ছাত্রদল সহসভাপতি আটক

রবিউল ইসলাম | ছবি: স্টার

লালমনিরহাটে হেরাইনসহ সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দিবাগত রাতে পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে আট পুরিয়া হেরাইন ও হোরাইন সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

রবিউল খোড়াগাছ গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।

এই আটক অভিযানে ছিলেন লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, রাতে নিয়মিত টহল দেওয়ার সময় নির্জন একটি জায়গায় অন্ধকারে বসে চার-পাঁচজন যুবককে মাদক সেবন করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রবিউল ইসলামকে আটক করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাতে হেরোইনসহ আটক হওয়ার পর পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Of music, colours and festivities: Nation welcomes Bangla New Year

The nation welcomes the Bangla New Year 1432 with a jubilant spirit and celebrates Pahela Baishakh, the first day of the Bangla calendar, with music, colourful rallies, and festive events.

48m ago