ইসিতে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিলের শুনানি পুনরায় শুরু করার জন্য দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।
জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আবেদন করার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১৩ মে এই শুনানির জন্য তারিখ নির্ধারণ করে।
২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট।
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে ২০০৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৪ জনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেন।
একাদশ জাতীয় নির্বাচনের আগে ২০১৮ সালের অক্টোবরে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয়।
এরপর জামায়াত হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল করলে আপিল বিভাগ গত বছরের ৩ ডিসেম্বর আপিলের শুনানি শুরু করে।
Comments