এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান তদন্তে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'আমরা এখন একটু খুশি যে এনবিআরের সমস্যাটা সমাধান হয়েছে। পোর্টের কার্যক্রম শুরু হয়েছে। তারা কথা বলুক, কমিটি করা হয়েছে।'

এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, 'দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না। তাদের আলাদা টার্মস অব রেফারেন্স আছে। আলাদাভাবে তাদের জিজ্ঞেস করবেন।'

'ডেফিনেটলি সরকার থেকে কিন্তু কোনো ইন্টারফেয়ার করা হচ্ছে না। দুদকের বিষয়টির সঙ্গে আমাদের কিছু নেই। তারা দেখবে ফ্যাক্ট,' যোগ করেন তিনি।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, 'এনবিআরের কর্মকর্তারা এখন নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারবেন।'

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে কাস্টমস কার্যক্রম আটকে থাকার বিষয়ে তিনি বলেন, 'কিছু ব্যবসায়ী আমাকে জানিয়েছেন কর্মবিরতির কারণে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এভাবে জাতীয় সেবা বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়।'

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago