হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
আজ সোমবার সকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় বলে জানায় আদালত পুলিশ।
গত ২৭ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনেতা এবং আরও ২৬৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক নামে একজন ব্যক্তি।
গত ৩ মে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতের নির্দেশ অনুযায়ী এটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করেন।
মামলার আসামি ১৭ জন অভিনয়শিল্পী হলেন— নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুন আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা,সাইমন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান।
Comments