নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে হয়েছে এবং নিরীহ কেউ কোনো অবস্থায় শাস্তির আওতায় আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'অনেকবার বলছি, কেউ যেন ভোগান্তির শিকার না হয় এজন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি, শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে। কোনো একটা নিরীহ লোকও যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ না করে, এ ব্যবস্থা আমরা অবশ্যই নিব।'
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, 'ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো তাকে দোষী বা নির্দোষ বলতে পারব না।'
তিনি বলেন, 'তার নামে যদি কেস থাকে, কি করবেন? ছেড়ে দিলে আপনিই তো আবার বলবেন, আপনি ছেড়ে দিয়েছেন।'
এর আগে তিনি পোশাক শ্রমিকদের আন্দোলন বিষয়ে বলেন, বোনাস দিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। আর বেতন দিতে হবে জুনের ১-৩ তারিখের মধ্যে। শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই মালিকদের পূরণ করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'কিন্তু, কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করে, সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়মমাফিক ব্যবস্থা নিবে।'
Comments