অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি: ২ পল্লী চিকিৎসক ও কসাইয়ের কারাদণ্ড

নৌকাডুবি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অসুস্থ গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই পল্লী চিকিৎসক ও এক কসাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের কিশামত তবকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, গরুর মালিক সৌরভ কুমার পালের গর্ভবতী গরুটি অসুস্থ হয়ে পড়লে পল্লী চিকিৎসক সিজার করে বাছুর প্রসব করান। পরে দুইজন পল্লী চিকিৎসক ও কসাই চুক্তির মাধ্যমে গরুটিকে গোপনে জবাই করে মাংস বিক্রির জন্য নিয়ে যান। সে সময় এলাকাবাসী তাদের আটক করে থাকায় জানান।

উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পল্লী চিকিৎসক—আজিমনুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জসিম উদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এছাড়া, কসাই শাহ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং গরুর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের আদেশে পুলিশ ৮০ কেজি মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

HC clears way for Ishraque’s oath as DSCC mayor

“If they don’t administer the oath, a contempt of court proceedings will be initiated against them"

1h ago