যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম কারাগারে

শামসুল আলম। ছবি: সংগৃহীত

যুবদল নেতা শামীম মিয়া হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করার কথা জানায় ডিবি (গোয়েন্দা) পুলিশ।

পরে তাকে ২০২৩ সালের অক্টোবরে ঢাকার পল্টনে যুবদল নেতা শামীম মিয়া হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ফেরদৌস আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামি পক্ষ মামলার এফআইআরে শামসুল আলমের নাম না থাকার কারণ দেখিয়ে জামিন চেয়ে আবেদন করে।

উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন খারিজ করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আওয়ামী লীগ সদস্যরা হামলা চালায়। যুবদলনেতা শামীম ঘটনাস্থলেই মারা যান।

পরে ১৪ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী পল্টন মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তাসহ ৭০৪ জন এবং অজ্ঞাতনামা প্রায় ১২ হাজার জনকে আসামি করা হয়।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

41m ago