রাজধানীর শেরেবাংলা নগরে ছুরিকাঘাতে যুবক নিহত

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের সড়কে ধারাল অস্ত্রের আঘাতে অমিত হাসান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

অমিতের ছোট বোন সানজিদা আক্তার জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। রাজধানীর কলেজগেট এলাকায় থাকেন তারা। অমিত বেকার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে অমিত সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় খিচুড়ি খেতে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা একজন বাসায় এসে খবর দেয়, অমিতকে সেখানে কয়েকজন মিলে মারধর ও কুপিয়ে আহত করেছে। তারা সেখানে গিয়ে অমিতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে অমিত মারা যান।

পূর্ব শত্রুতার জেরে অমিতকে ছুরিকাঘাত করা হয়েছে বলে দাবি করে অমিতের পরিবার।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, গতরাতে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একটি মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় অমিত নামে ওই যুবক। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তিনি মারা যান। নিহত অমিতের নামে বেশ কিছু মামলা রয়েছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেলে কলেজ মর্গে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago