সাইফ আলী খানের ওপর হামলাকারী ‘বাংলাদেশি’ হতে পারে: মুম্বাই পুলিশ

অভিনেতা সাইফ আলী খান ও অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদা। ছবি: দ্য হিন্দুর সৌজন্যে

ভারতীয় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক অভিযুক্তকে আটকের দাবি করেছে মুম্বাই পুলিশ।

গতকাল মুম্বাইয়ের থানে এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু।

পরে এ বিষয়ে ব্রিফ করে মুম্বাই পুলিশ। সেই ব্রিফিংয়ে পুলিশ জানায়, অভিযুক্ত ৩১ বছর বয়সী শরিফুল ইসলাম শেহজাদা গত পাঁচ-ছয় মাস ধরে মুম্বাই ও এর আশেপাশের এলাকায় বসবাস করে আসছিলেন। তার কাছে ভারতে অবস্থানের কোনো বৈধ প্রমাণপত্র ছিল না এবং তার কাছ থেকে জব্দ করা নথিপত্র দেখে মনে হচ্ছে যে, তিনি বাংলাদেশি নাগরিক হতে পারেন।

মুম্বাই পুলিশ আরও জানায়, ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করে বিক্রম দাস রেখেছিলেন এবং অভিযোগ রয়েছে যে, তিনি মুম্বাইয়ের একটি গৃহসহায়ক এজেন্সিতে কাজ করতেন।

বান্দ্রা বিভাগের জোন-৯ এর ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, 'অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।'

গত বুধবার রাতে বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন সাইফ আলী খান। সাইফের শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছিল। লীলাবতী হাসপাতালে টানা পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর সাইফকে আইসিইউতে নেওয়া হয়।

এখন চিকিৎসকরা বলছেন, সাইফের অবস্থা আগের তুলনায় বেশ ভালো। তিনি সেরে উঠছেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago