মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৮ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে।
আজ শনিবার বাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শুক্রবার রাতে নিহত রোকসানা আক্তার রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলাটি করেন।
ওসি জানান, মামলায় স্থানীয় চেয়ারম্যান শিমুল বিল্লাহ, দুই মেম্বার বাচ্চু মিয়া ও আনু মিয়াসহ মোট ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে একটি দল রাতে অভিযান চালিয়ে মুরাদনগরের আকবপুর এলাকা থেকে মামলার আসামি সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।
Comments