জামালপুরে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

জামালপুরের সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
আজ রোববার দুপুরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মো. আতিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। আমরা প্রযুক্তি ব্যবহার করে পরিচয় জানার চেষ্টা করছি।'
পুলিশের ধারণা, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এদিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর যথার্থপুর উজানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আতিক বলেন, 'চোর সন্দেহে ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়।'
'গ্রামবাসীর অভিযোগ, ওই যুবকের সঙ্গে আরও দুইজন ছিলেন। মোবাইল ফোন চুরি করতে তারা গ্রামের কয়েকটি বাড়িতে ঢুকেছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ধাওয়া দিলে দুজন পালিয়ে যেতে সক্ষম হন,' বলেন তিনি।
সদর উপজেলার বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাজাদা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, 'নিহত যুবকের হাঁটুর নিচে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।'
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান তিনি।
Comments