জয়ের ২ অ্যাকাউন্টে ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুই ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৬০ কোটি ১৪ লাখ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক।

আজ বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'অনুসন্ধানের ভিত্তিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।'

তিনি বলেন, ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে সোনালী ব্যাংকের গণভবন শাখায় জয়ের দুটি অ্যাকাউন্টে সাড়ে ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক মহাপরিচালক আরও জানান, জয়ের স্থাবর ও অস্থাবর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ টাকা। অনুসন্ধানে নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, তার মোট খরচ ২৮ লাখ ৭৬ হাজার টাকা। 

খরচসহ তার মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ টাকা, যেখানে তার বৈধ আয় দেখানো হয়েছে মাত্র ১ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ, তিনি অন্তত ৬০ কোটি ১৪ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেছেন।

আখতার হোসেন আরও উল্লেখ করেন, জয় মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি সম্পত্তি ক্রয় বা বিনিয়োগের জন্য হুন্ডি বা অন্যান্য মাধ্যমে ৫৪ কোটি ৪ লাখ টাকা পাচার করেছেন।

'এই অর্থের পরিমাণ বাংলাদেশে তার আয়করের সঙ্গে প্রকাশ করা হয়নি এবং অবৈধভাবে বিদেশে স্থানান্তর করা হয়েছে,' বলেন তিনি।

দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী মামলার সিদ্ধান্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt raises training honorarium, allowances by up to 50%

Trainers at joint secretary level and above will get up to Tk 3,600 per hour, up from Tk 2,500

1h ago