যশোরে যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা

যশোরের সদর উপজেলায় রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রেজাউলের বাবার নাম গোলাম তোরফদার।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুসারে, একদল দুর্বৃত্ত ভোররাতে রেজাউলকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং বাড়ির পাশেই গলা কেটে হত্যা করে।
ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আবুল হাসনাত আরও বলেন, 'রেজাউল যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'
Comments