শাহজালালে ৮ কেজি কোকেনসহ গায়ানার নাগরিক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজির বেশি কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আটক নারীর নাম ক্যারেন পেটুলা স্টাফলি। তিনি গায়ানার নাগরিক। গত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ঢাকায় আসেন তিনি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) উপপরিচালক সোনিয়া আক্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির একটি দল বিমানবন্দরের নিরাপত্তার দায়ত্বে থাকা বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই যাত্রীকে শনাক্ত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার লাগেজ তল্লাশি করে ২২টি ডিম্বাকৃতির বস্তুর ভেতর লুকানো অবস্থায় কোকেনগুলো পাওয়া যায়। তিনি অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে এসেছিলেন।
সিআইআইডির কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Comments