লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করেছেন আইনজীবী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে আদালতে জামিন আবেদন দাখিলের কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবী তাহমিম মহিমা বাঁধন।
আজ বুধবার সন্ধ্যায় বাঁধন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত শুক্রবার শাহবাগ থানায় করা মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাঁধন বলেন, 'লতিফ সিদ্দিকীর বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে একটি মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু পরিবার সময়মতো প্রয়োজনীয় নথি সরবরাহ করতে পারেনি। এ কারণে আমরা আবেদন প্রত্যাহার করে নিয়েছি।'
তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে, লতিফ সিদ্দিকী কোনো ওকালতনামায় সই করতে চাননি। পরে, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার ওকালতনামা দেখার পর তিনি সই করেন।'
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন ডেইলি স্টারকে বলেন, 'লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করার সময় তিনি আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করেছিলেন। কিন্তু আজ তিনি তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আসামিপক্ষ বুঝতে পেরেছিল যে, রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করবে, তাই তার আইনজীবীরা আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।'
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি আলোচনা সভায় অংশ নিয়ে অবরুদ্ধ হন আবদুল লতিফ সিদ্দিকীসহ আরও ১৫ জন।
একদল ব্যক্তি আলোচনা সভায় গিয়ে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমানসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখার পর পুলিশের হাতে তুলে দেয়।
পরদিন তাদের আদালতে হাজির করার পর লতিফ সিদ্দিকী জামিন চাইতে অস্বীকৃতি জানান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার কাছে গেলে তিনি ওকালতনামায় সই করতেও রাজি হননি।
Comments