প্লট দুর্নীতি মামলায় হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের আবেদন শুনতে অপারগতা

ফাইল ছবি

দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দায়ের করা একটি পিটিশন শুনতে অপারগতা জানিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৪।

পিটিশন দাখিলকারী আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আজ বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান, বিচারক মো. রবিউল আলম এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন।

বিচারকের বরাত দিয়ে তিনি বলেন, 'আইনি বিধিনিষেধের কারণে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে কোনো পক্ষ নিযুক্ত করার সুযোগ নেই।'

এর আগে সকালে আইনজীবী শাহীন আদালতে একটি পিটিশন দাখিল করেন, যাতে তিনি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনের অনুমতি চান।

আদালতের এক কর্মকর্তা জানান, আজ বিশেষ জজ আদালত-৪ এ হাসিনা, রেহানা এবং টিউলিপসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য রেকর্ড করার দিন নির্ধারিত ছিল।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, পূর্বাচল নিউ টাউন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে তারা গত জানুয়ারিতে ঢাকা সমন্বিত জেলা অফিস-১-এ ছয়টি পৃথক মামলা দায়ের করেছে।

দুদক অভিযোগ করেছে, হাসিনা সিনিয়র রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক এলাকায় ছয়টি প্লট (প্রতিটি ১০ কাঠা) অবৈধভাবে নিজের জন্য, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য, এবং রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনার জন্য নিয়েছেন। যদিও বিদ্যমান বিধি অনুযায়ী তারা এগুলো পেতে পারেন না।

২৫ মার্চ দুদক ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ছয়টি অভিযোগপত্র দাখিল করে, যেখানে হাসিনাকে ছয়টি মামলায় আসামি করা হয়।   

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

2h ago