হাইকোর্টের আদেশ বহাল, নির্বাচনে থাকছেন আ. লীগ প্রার্থী এম এ সালাম
ময়মনসিংহ-৯ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালামের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে একই আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীনের করা আবেদনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম 'নো অর্ডার' দেন।
আবেদনে আনোয়ারুল আবেদীন এম এ সালাম ঋণখেলাপি হওয়ায় তাকে নির্বাচনে অংশ না দিতে আবেদন করেন।
আনোয়ারুল আবেদিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
অন্যদিকে এম এ সালামের আইনজীবী প্রবীর নিওগী আনোয়ারুলের আবেদনের বিরোধিতা করে বলেন, তার মক্কেল ঋণখেলাপি নন।
গত সোমবার ময়মনসিংহ-৯ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এম এ সালামের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট।
সালামকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিতে ইসিকে নির্দেশ দেন আদালত।
ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সালামের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
Comments